ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে বিভাগীয় আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো অফিস:

চট্টগ্রাম নগরীর সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় আয়োজিত বিভাগীয় আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা ২৭আগষ্ট দুপুরে অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান, বিপিএএ, সিনিয়র সচিব,জননিরাপত্তা বিভাগ,স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুল আহসান, বিপিএম (বার), এ্যাডিশনাল আইজি (প্রশাসন), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা ।

 

মোঃ তোফায়েল ইসলাম, বিভাগীয় কমিশনার, চট্টগ্রামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিএমপি’র পক্ষে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) এবং চট্টগ্রাম রেঞ্জের পক্ষে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি নুরে আলম মিনা, বিপিএম (বার), পিপিএম ।

আগামীতে চট্রগ্রাম মহানগর, জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে আইন শৃঙ্খলা শান্তি বজায় রাখতে সকল দায়িত্বশীলদের স্বচ্ছভাবে দায়িত্ব‌ পালনের জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪