ই-পেপার | মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা

সিএনএন বাংলা ডেস্ক:

‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে এক রোহিঙ্গাকে ঘর থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করেছে উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরের মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরসার সদস্যরা। নিহত মো. ইসহাক বালুখালী ৭ নম্বর ক্যাম্পের এ-১ ব্লকের মোহাম্মদ রশিদের ছেলে।

 

বুধবার (২৬ জুলাই) সকালে উখিয়ার রাজাপালং এর কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ব্রিজের নিচে এ ঘটনা ঘটেছে। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. আমির জাফর জানিয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মো. ইসহাককে আরসা সন্ত্রাসীরা তুলে নিয়ে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে যায়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।