ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

কর্ণফুলী কলেজ বাজারে ১৪ শত ইয়াবা সহ গ্রেফতার-১

ওসমান হোসাইন. কর্ণফুলী. চট্টগ্রাম:

চট্টগ্রাম সিএমপি থানা কর্ণফুলী শিকলবাহা(কলেজ বাজার) থেকে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর-দক্ষিণ)বিভাগের গোপন সংবাদ ভিত্তিতে অভিযানে ১৪শত পিস ইয়াবা ট্যাবলেট সহ পটিয়ার শফিকুল ইসলাম(৫১)গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগ (উত্তর-দক্ষিণ) এর উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান জানান আমাদের কাছে তথ্য আছে নিরাপদ সড়ক হিসাবে কক্সবাজার থেকে ইয়াবা ট‍্যাবলেট নিয়ে সিএমপি কর্ণফুলী থানাধীন শিকলবাহা কলেজ বাজার মধ্যে নিয়মিত ইয়াবা ট‍্যাবলেট বেচাকেনা করে আসছে।

শুক্রবার (১৪জুলাই)রাতে শিকলবাহা(কলেজ বাজার) চায়ের দোকান থেকে সোর্সের এর সহায়তায় ১৪শত পিস ইয়াবা ট‍্যাবলেট সহ পটিয়া উপজেলা বানিগ্রামের মৃত নুরুল হকের পুত্র মোঃ শফিকুল ইসলাম(৫১) গ্রেফতার করা হয়। মাদক দ্রব‍্য আইনেএই সংক্রান্ত নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করা হয়।

এর সার্বিক দিক নির্দেশনায় ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোনাহর আলী এবং সহকারী পুলিশ কমিশনার জনাব মোস্তফা কামালের তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক মোহাম্মদ রুহুল আমিন সঙ্গীয় অফিসার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪