ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে নালা থেকে রামুর ছৈয়দ আলমের মরদেহ উদ্ধার

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি পানির ঝিরি নামক স্থান থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

নিহত ব্যক্তির নাম ছৈয়দ আলম (৩৫)। তিনি রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের প্রবাসী ছুরুত আলমের ছেলে বলে নিশ্চিত করেছেন ফঁতেকারকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো।

 

রবিবার (২৭আগস্ট) সকালে স্থানীয় লোকজন উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের নতুন পাড়া এলাকার পানির ঝিরিতে মৃতদেহটি ভাসতে দেখে ইউপি চেয়ারম্যান এন্যা মারমা কে ফোন করে জানান।

 

তিনি বিষয়টি তৎক্ষনাৎ পুলিশ কে অবগত করেন। অবগত হয়ে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ, এসআই মনিরসহ একদল পুলিশ ঘটনা স্থলে এসে লাশের পরিচয় সনাক্ত করে সুরতহাল করেন। এরপর পুলিশ স্থানীয়দের সহায়তায় মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন।

 

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টান্টু সাহা এ প্রতিবেদকে জানান, ছৈয়দ আলম নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে পরিবারকে খবর দেওয়া হয়েছে।

 

তবে কিভাবে ছৈয়দ আলমের মৃত্যু হয়েছে পুলিশ এখনো নিশ্চিত করে কিছু বলতে পারেনি। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪