ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জরিমানা

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি,

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অসুযায়ী এক ফার্মেসিকে ২ হাজার ৫শত টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামশুদ্দীন মো; রেজা।

 

সোমবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা বাজারে এ অভিযান পরিচালনা করেন। তিনি বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে চাকঢালা বাজারের ইউছুপ সওদাগরের ফার্মেসিকে এ জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকার কথাও জানান।এ অভিযানে ছিলেন পুলিশ ও আনসার সদস্য।