ই-পেপার | বুধবার , ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

পটিয়ার বীর মুক্তিযোদ্ধা মতিন চৌধুরী দক্ষিণ জেলা আ’লীগের উপদেষ্টা মনোনীত

আবদুল হাকিম রানা, পটিয়া :

অবশেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হয়েছেন ত্যাগী আওয়ামী লীগনেতা, পটিয়া উপজেলার খরনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদ্য প্রাক্তন মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলহাজ্ব এ কে এম আবদুল মতিন চৌধুরী। গত ২৮ সেপ্টেম্বর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান স্বাক্ষরিত এক পত্রে আবদুল মতিন চৌধুরীকে এই মনোনয়ন দেয়া হয়।

 

সিএনএন বাংলা’র সাথে আলাপকালে তিনি জানান, জীবনের অধিকাংশ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দলের জন্য কাজ করেছি। দল আমাকে আবার মূল্যায়ন করায় আমি খুবই আনন্দিত। জীবনের বাকী সময় ও আওয়ামী লীগের জন্য উৎসর্গ করতে সকলের দোয়া ও ভালবাসা চাই।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪