ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উৎসব আমেজে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল উদ্ধোধন : সেজেছে বীর চট্টলা

হোসেন বাবলা, চট্টগ্রাম :

আর মাত্র ২ দিন পর উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল। আর এই টানেল উদ্বোধনকে কেন্দ্র করে আনন্দে ভাসছে চট্টগ্রামবাসী ।

আর সেই আনন্দে বাড়তি প্রলেপ দিতে এগিয়ে এসেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক, ১৪ দলের সমন্বয়ক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন ।

তার উদ্যোগে ২৫ ও ২৬ অক্টোবর পতেঙ্গা সমুদ্র সৈকতে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ” টানেল উৎসব ”

বুধবার বিকেল তিনটায় প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ।

 

অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে- পিঠা উৎসব, বর্ণাঢ্য রেলি, সমুদ্র সৈকতে লাল সবুজের আলোর মেলা ও চাটগাইয়া সাংস্কৃতিক সন্ধ্যা।

 

আগামী ২৮ অক্টোবর শনিবার সকালে টানেল উদ্ধোধন করার কথা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। একই দিন দুপুরে টানেল হয়ে দক্ষিণ পাড়ে কেইপিজেডের মাঠে বিশাল আনন্দ সভায়/জনসভায় ভাষণ দিয়ে তিনি দুপুরেই ভাটার উদ্দেশ্যে রওনা দিবেন।

এছাড়া তিনি ছোট বড় মোট ১৯ প্রকল্পের কাজ উদ্বোধন করবেন বলে জানিয়েছেন দলীয় দপ্তর সূত্রে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪