ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চকরিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই নারী নিহত

এমকে আলম চৌধুরী, চকরিয়া

কক্সবাজারের চকরিয়ায় রড বোঝাই ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই সিএনজির যাত্রীসহ ৩ জন আহত হয়েছেন। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া আমতলী এলাকায় এ ‍দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পেকুয়া উপজেলার মগনামা ঘাট এলাকার আবদুস সালামের স্ত্রী রোকেয়া বেগম (৪০) ও তার মেয়ে জেসমিন আকতার (১৮)। গুরুতর আহত চকরিয়ার হারবাং এলাকার দুদু মিয়া ও তার স্ত্রী এবং সিএনজি চালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন মালুমঘাট হাইওয়ে পুলিশের ওসি মাকসুদ আহমেদ।

তিনি বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি রড বোঝাই ট্রাকের সঙ্গে চকরিয়াগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সিএনজির দুই নারী যাত্রীর মৃত্যু হয়। আহত হয়েছে চালকসহ তিনজন।

তাদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪