ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সমাবেশস্থলে জড়ো হচ্ছেন ৩৫ প্রত্যাশীরা

নিজস্ব প্রতিবেদক,ঢাবি:

ঢাবি: সরকারি চাকরিতে প্রবেশে আবেদনের বয়সসীমা বৃদ্ধি নিয়ে আন্দোলন করছেন দেশের একদল চাকরিপ্রত্যাশী। স্নাতক-স্নাতকোত্তর শেষ করে বয়স ৩০ পেরিয়ে যাওয়া এসব চাকরিপ্রত্যাশীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও সাড়া মিলছে না।

ফলে বয়সসীমা ৩৫ করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। শনিবার (১১ মে) সকাল ১১টায় এই সমাবেশের ডাক দিয়েছিল চাকরিতে বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ।

২৯ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল চাকরিতে বয়সসীমা বাড়ানোর সুপারিশ করে চিঠি দেন। এরপর থেকে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন এই শিক্ষার্থীরা।

সমাবেশে যশোর-৬ আসনের সাংসদ মো. আজিজুল ইসলাম, বগুড়া-৭ আসনের সাবেক সাংসদ রেজাউল করিম বাবলু, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, গোলাম রাব্বানী, ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক মো. ওমর শরীফ, মোতাহার হোসেন প্রিন্স ও মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল উপস্থিত থাকার কথা রয়েছে।

আন্দোলনকারীদের সূত্রে জানা যায়, দীর্ঘ ১২ বছর থেকে তারা আন্দোলন করছেন। এ সময়ে অনেকেই দাবি বাস্তবায়নে আশ্বাস দিলেও কোনো পদক্ষেপ নেননি। তাই এবার লিখিত প্রতিশ্রুতি না পেলে আন্দোলন চালিয়ে যাবেন তারা।