ই-পেপার | মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

টেকনাফে তিন কোটি টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফ থেকে তিন কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের এই অভিযানে কোন মাদক কারবারি গ্রেপ্তার করা যায়নি। সোমবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-২ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ।

 

এর আগে রোববার রাতে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া থেকে তিন কোটি টাকা মূল্যের তিন কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।

 

লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে।

 

এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অবস্থান নেয় বিজিবি। গভীর রাতে দুই ব্যক্তিকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় ধাওয়া দেওয়া হয়। এ সময় সঙ্গে থাকা প্লাস্টিকের ব্যাগ ফেলে তারা পালিয়ে যায়। পরে ব্যাগে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৬৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়।

 

তিনি আরও বলেন, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। চোরাকারবারিদের শনাক্তের চেষ্টা চলছে। উদ্ধার করা মাদক ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪