নিজস্ব প্রতিবেদক, ঢাকা :
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, পরবর্তী নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী ওলামা দল- কেন্দ্রীয় কমিটির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা যাবে না।
২০১৯ সালের ৫ এপ্রিল ১৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ওলামা দল। এতে অধ্যক্ষ মাওলানা শাহ মো. নেছারুল হককে আহ্বায়ক এবং অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম তালুকদারকে সদস্য সচিব কর হয়।
বিজ্ঞপ্তিতে কমিটির আহ্বায়ক, সদস্য সচিব ছাড়াও ৩৩ জন যুগ্ম আহ্বায়কসহ ১৩৬ জন সদস্য নিয়ে সর্বমোট ১৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা কথা উল্লেখ করা হয়।
কমিটিকে তিন মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিল করে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়।