ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সিলেটে যুব মহিলা লীগের মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি, সিলেট :

মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে সিলেট জেলা ও মহানগর যুব মহিলা লীগ। সংগঠনের উদ্যোগে শনিবার সিলেট সরকারি মহিলা কলেজের সামনে জমায়েত হয়ে র্যালি নিয়ে চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হাকিম দিনা আক্তার, সিলেট মহানগর সভাপতি সুফিয়া ইকবাল খান, সহ সভাপতি শাহানা আক্তার শাবানা, সাংগঠনিক সম্পাদক লাকী আহমেদ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, মাহমুদা আক্তার রিনা, রোকসানা বেগম, সৈয়দা রোকিয়া সুলতানা, রুনা সুলতানা, ইয়ারুন নেছা, রুমা চৌধুরী, লাকী বেগম, আনোয়ারা বেগম, হাজেরা বেগম, তাহমিনা বেগম, সুমি বেগম, রোশনা বেগম, হাজেরা বেগম রুবি, অর্পনা ছন্দ প্রমুখ।