ই-পেপার | শনিবার , ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

হরতালের সমর্থনে ফকিরাপুলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক , ঢাকা :

রোববার থেকে আবারও শুরু হয়েছে বিএনপি জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল। সকালে হরতালের প্রথম দিনে ফকিরাপুলে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল নেতাকর্মীরা। ফকিরাপুলে মিছিলের নেতৃত্ব দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল।

 

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মারুফ এলাহী, রনি শ্যামল মালুম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান শাওন, সহ-সাধারণ সম্পাদক, কাজী সামসুল হুদা, নাসরিন রহমান পপি, সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান পলাশ, ছাত্রী বিষয়ক সম্পাদক মানসুরা আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আমান উল্লাহ, তারেক হাসান মামুন, নূর আলম ভূঁইয়া ইমন, বিজয় ৭১ হল ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হোসেন আলম, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইকরাম খান, সাইফ উল্লাহ সাইফ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক উবায়দুল্লাহ রিদওয়ান, কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের প্রচার সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) তানভীর বারী হামীম, ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব মো. সজীব রায়হান।

 

আরও ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শাহাবউদ্দিন ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল, সহ-দপ্তর সম্পাদক দেওয়ান নিয়ন, আক্তারুজ্জামান ইলিয়াস হলের সাংগঠনিক সম্পাদক নাদিম খান, সদস্য রাকিব রায়হান, তিতুমীর কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আবদুল হামিদ, তিতুমীর কলেজ আঁখি হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মো. উবায়দুল্লাহ্ নাঈম, যুগ্ম-সম্পাদক মো. জাকির হাসান নাঈম, সহ-সাধারণ সম্পাদক মঞ্জুরে মাওলা সিজান চৌধুরী, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াত ইবনে আলী সায়েম, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম ইমরান, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সদস্য সাইফুল ইসলাম সজীব, হাতিরঝিল থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাজমুল হাসান মিরাজ, হাতিরঝিল থানা ছাত্রনেতা ইমতিয়াজ আহমেদ ইসমাইল,পল্টন থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম মজুমদার, তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আবেদীন প্রমুখ অংশ নেন।