সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মরাজানের পার এলাকায় শমশেরনগর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত একতলা ভবনের তিনটি কক্ষের নামফলক উন্মোচন করা হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি কন্ঠশিল্পী সেলিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কক্ষ দু’টির নামফলক উন্মোচন করেন কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রইছ আল রেজুওয়ান এবং কক্ষদু’টির আর্থিক সহায়তাকারী ইংল্যান্ড প্রবাসী এ.কে.এম জিল্লুল হক সহ অতিথিবৃন্দ।
শুরুতে পবিত্র কুরআান তেলওয়াত করেন মাওলানা হেলাল উদ্দিন। এরপর অতিথিবৃন্দ ও দাতা সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন শমশেরনগর হাসপাতালে এ্যাম্বুলেন্স দানের প্রতিশ্রুতি দাতা ইংল্যান্ড প্রবাসী শিবলী আহমদ চৌধুরী, কমলগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সুজন আহমেদ, শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক শামীম আখঞ্জি।
শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সহ-সভাপতি মুজিবুর রহমান রঞ্জুর সঞ্চালনায় বক্তব্য রাখেন দাতা পরিবার সদস্য শাম্মী চৌধুরী, আব্দুস শহীদ, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন।
দ্বিতীয়পর্বে বেলা ৩টায় কানাডা প্রবাসী ব্যবসায়ী শফিকুল হক এসে শমশেরনগর হাসপাতাল তহবিলে ১ লাখ টাকার চেক প্রদান করেন। তিনি শমশেরনগর হাসপাতাল স্থায়ী তহবিলে বার্ষিক ১০ হাজার টাকা করে প্রদানের ঘোষণা দেন। এরপর আমেরিকা প্রবাসী দাতা সদস্য শফিকুর রহমান, মোঃ শাহাব উদ্দিন ও নুর-ই-আলম জিকু শমশেরনগর হাসপাতাল ভবনে এসে আমেরিকা প্রবাসী রফিকুল ইসলাম চৌধুরী রানার স্ত্রী মনোয়ারা চৌধুরীর নামে বরাদ্ধকৃত একটি কক্ষের নামফলক উন্মোচন করেন।
পরে শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি কন্ঠশিল্পী সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও নির্বাহী সহ-সভাপতি মুজিবুর রহমান রঞ্জুর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রবাসী অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।
অতিথিরা শমশেরনগর হাসপাতালের সাথে যুক্ত হওয়া ও আগামীতে আরও সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। এরমাঝে প্রবাসী মোঃ শাহাবুদ্দিন শমশেরনগর হাসপাতাল তহবিলে নতুন করে আবার ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মুজিবুর রহমান চৌধুরী মুকুল, আমিনুল হক খোকন প্রমুখ।