ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নুর মোহাম্মদ, কক্সবাজার:

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল হতে আত্মগোপনে থাকা অবস্থায় মোঃ শাকিল আহম্মদ নামের তিন বছরের সাজাভুক্ত পলাতক আসামী গ্রেফতার করেছে র‌্যাব-১৫।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোঃ শাকিল আহম্মদ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে আত্মগোপনে অবস্থান করছিল বলে স্বীকার করে।

 

র‌্যাব’র মিডিয়া সমন্বয়কারী আবু সলাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে,আদালতের তিন বছর সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী সদর থানাধীন খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে (৭ নভেম্বর) র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে মোঃ শাকিল আহম্মদ (২২) কে গ্রেফতার করে। তিনি কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়া এলাকার মৃত পুদন আলী’র পুত্র। গ্রেফতারকৃত আসামীকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সিএনএন বাংলা২৪