ই-পেপার | মঙ্গলবার , ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈদগাঁওতে গরুচোর আটক

সেলিম উদ্দীন, কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁওতে গরু চুরির অভিযোগে শহিদুল্লাহ নামের একজনকে গরুসহ আটক করেছে পুলিশ। শনিবার ভোররাতে উপজেলার জালালাবাদ ইউনিয়নের রাবারড্যাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

ঈদগাঁও থানার এএসআই রাসেলের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গরুসহ তাকে আটক করে। আটক শহিদুল্লাহ রাবারড্যাম ছাতিপাড়ার কালা মিয়ার ছেলে। তবে এ সংক্রান্ত ঘটনায় অন্যান্যরা পালিয়ে গেছে বলে জানা গেছে।

 

ওই এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মৌলভী রশিদ আহমদের বাড়ি থেকে সে গরুটি চুরি করে নিয়ে যাচ্ছিল বলে স্বীকারোক্তি দিয়েছে।

 

শিক্ষক রশিদ আহমদ জানান, সপ্তাহের ব্যবধানে তাদের বাড়ি থেকে আরো একটি গরু চুরি হয়। এ ঘটনায় থানায় অভিযোগ- ডায়েরী করা হয়।

 

তবে আটককৃত শহিদুল্লাহ জানায়, তার সাথে একই এলাকার মৃত ছৈয়দ নুরের ছেলে এনায়েত উল্লাহ, জালালাবাদের পুর্ব লরাবাকের বোরহান উদ্দিন জড়িত রয়েছে।

 

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪