ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে মোঃ মাসুদ ফাউন্ডেশনের নিয়মিত মাসিক অনুদানের ২৮তম কিস্তি ও ইফতার সামগ্রী বিতরণ

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে সেচ্ছাসেবী সংগঠন মোঃ মাসুদ ফাউন্ডেশন শতাধিক মানুষের মাঝে নিয়মিত মাসিক অনুদানের ২৮তম কিস্তি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

রবিবার (১০ মার্চ) সকাল সাড়ে দশটায় মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাসুদ এর বড়কাপনস্থ বাসভবনে শতাধিক মানুষের মাঝে ফাউন্ডেশনের নিয়মিত মাসিক অনুদানের ২৮তম কিস্তি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

 

ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সাংবাদিক সালেহ আহমদ (স’লিপক) এর সঞ্চালনায় বিতরণকৃত খাদ্য সামগ্রী তালিকায় রয়েছে তৈল, চিনি, চানা, ডাইল, চাউল, লবন, সেমাই, পেঁয়াজ, আলু, ডিম ও চিনিগুড়া চাল।

 

মৌলভীবাজার পৌরসভার জননন্দিত কাউন্সিলর মোঃ মাসুদ এর আমন্ত্রণে ফাউন্ডেশনের নিয়মিত মাসিক অনুদানের ২৮তম কিস্তি ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার ৭,৮ও৯নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর জিমি আক্তার, বড়কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিন আরা চৌধুরী, সহকারী শিক্ষক মহসিন খান, মৌলভীবাজার দারুল উলুম মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও জামিয়া মাদানিয়া সাওতুল ফুরক্বান মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলাম তালুকদার, সমাজসেবক বদরুল ইসলাম প্রমুখ।

 

এসময় ফাউন্ডেশনের সদস্যবৃন্দ সহ স্থানীয় মায় মুরব্বি ও যুবসমাজ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, মোঃ মাসুদ ফাউন্ডেশন এর পক্ষ থেকে অসহায় দরিদ্রদের মাঝে বিগত ২৮ মাস ধরে প্রতি ইংরেজি মাসের পহেলা তারিখ নিয়মিত মাসিক অনুদান বিতরণ করে আসছে। এ মাসে পবিত্র রামাদানুল মোবারক উপলক্ষে ইফতার সামগ্রী সহ ১০ তারিখ বিতরণ করা হয়।

 

এছাড়াও ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র, করোনাকালীন ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণ, শিশুদের নিয়ে বিভিন্ন ইভেন্টে শিক্ষা ও আনন্দ সফর, খেলাধুলা সহ সামাজিক, ধর্মীয়, শিক্ষা, ক্রীড়া ও উন্নয়নমূলক এবং উৎসাহ উদ্দীপনামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যা ইতিমধ্যে সমাজের বিভিন্ন মহলে ব্যাপক প্রসংশা কুড়িয়েছে।