ই-পেপার | রবিবার , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রামুর সাবেক ছাত্রনেতা অছিউর রহমানের ইন্তেকাল: শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার,নূর মোহাম্মদ:

বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ রামু উপজেলার সাবেক সভাপতি, ইসলামী সম্মেলন পরিষদ রামুর প্রতিষ্ঠাতা সদস্য, রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়ার বাসিন্দা আলহাজ্ব অছিউর রহমান (৫৪) ঢাকার মহাখালি গ্যাষ্ট্রোলিভার হাসপাতালে বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর বারোটায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশ কিছুদিন যাবৎ ডায়াবেটিস ও জন্ডিস রোগে ভুগেছিলেন। অছিউর রহমান স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান।

জুমাবার (১৬ জুন) সকাল ১০ টায় রামু কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের নামাযে জানাজা অনুষ্ঠিত হবে। অত্যন্ত সজ্জন, মেধাবী সাবেক এই ছাত্রনেতার ইন্তেকালে এলাকাবাসী ও শুভানুধ্যায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

 

জেলা নেজামে ইসলাম পার্টি ও ইসলামী ছাত্রসমাজের শোক:
বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ রামু উপজেলার সাবেক সভাপতি আলহাজ্ব অছিউর রহমানের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমীর ও কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, জেলা আমীর মাওলানা আব্দুল খালেক নিজামী, নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, মাওলানা মুফতি এনামুল হক, মাওলানা হোছাইন আহমদ, মাওলানা ইব্রাহিম আজিজী, মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহী, মাওলানা মুফতি এমদাদুল্লাহ হাসান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, যুগ্ম সম্পাদক হাফেজ আমানুল হক আমান, মাওলানা ফরিদুল হক, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ডা. মঈন উদ্দিন গাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় নেতা এস. মোহাম্মদ হোসেন, রামু উপজেলা শাখার সাবেক সভাপতি আকবর আহমদ, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সচিব ও জেলা প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, রামু উপজেলা আমীর মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহী, সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল্লাহ, যুগ্ম সম্পাদক মাওলানা হাফেজ আবু বকর ছিদ্দিক, কক্সবাজার শহর আমীর মাওলানা খালেদ সাইফী, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাইফী, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলী, সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ, রামু উপজেলা সভাপতি মুহাম্মদ আব্দুল করিম, সাধারণ সম্পাদক মুহাম্মদ অলি উল্লাহ আরজু প্রমুখ।

এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আলহাজ্ব অছিউর রহমান ছাত্রজীবনে ইসলামী সমাজ বিনির্মাণের আন্দোলনে ইসলামী ছাত্রসমাজের পতাকাতলে সমবেত হয়ে নিষ্ঠাপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইসলামের শাশ্বত আদর্শের আলোকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে সারাটি জীবন তিনি অতিবাহিত করেছেন। তাঁর ইন্তেকালে আমরা একজন সাবেক মেধাবী সংগঠক, বিপ্লবী নেতা ও একনিষ্ঠ শুভানুধ্যায়ীকে হারালাম।
আমরা আল্লাহ তা’আলার দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

 

রামু ইসলামী সম্মেলন পরিষদের শোক:
রামু ইসলামী সম্মেলন পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য, ইসলামী ছাত্রসমাজ রামু উপজেলার সাবেক সভাপতি
আলহাজ্ব অছিউর রহমানের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন, রামু ইসলামী সম্মেলন পরিষদের সভাপতি, আলহাজ্ব মাওলানা হাফেজ আব্দুল হক, সাধারণ সম্পাদক, মাওলানা হাফেজ শামসুল হক ও সাংগঠনিক সম্পাদক এস. মোহাম্মদ হোসেনসহ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, আলহাজ্ব অছিউর রহমান অত্যন্ত ভদ্র, বিনয়ী, সজ্জন ব্যক্তি ছিলেন। জনসাধারণের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছানোর লক্ষ্যে রামু ইসলামী সম্মেলন পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ আল্লাহর দরবারে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪