ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পেকুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে যুবলীগ নেতার আর্থিক সহায়তা

পেকুয়া উপজেলা প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় বসতঘর পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা যুবলীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজম।

১৯ আগষ্ট দুপরে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

 

উল্লেখ, ওই দিন সকাল সাড়ে ১০ টায় পেকুয়া সদর ইউনিয়নের সিকদার নতুনপাড়া এলাকার মৌলভী হেলাল উদ্দিনের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত মঞ্জুর আলমের পুত্র। আগুনে ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

স্থানীয়রা জানান, সকালে ভাত রান্না করে হেলাল উদ্দিনের মা ও তার ছেলেমেয়েরা ভাত খেয়ে তাদের পুরাতন বাড়ী সিকদারপাড়া এলাকায় যান। এসময় রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ঘরের চারপাশে ছড়িয়ে পড়লে আগুনে ঘরের ভিতরে আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়। কিন্তু পুড়ে যায়নি কোরআন শরিফ। অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।এসময় গণমাধ্যম কর্মীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

 

এইচ এম কাদের.সিএনএন বাংলা২৪