ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলপুর উপজেলা পৌর বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাসুদ রানা,ফুলপুর প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ মঙ্গলবার বিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহীন প্রিন্স ,সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েতুল্লাহ কালাম।

 

অনুষ্ঠান পরিচালনা করেন ফুলপুর -তারাকান্দা উপজেলার জনপ্রিয় ব্যক্তিত্ব উওর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

 

উপস্থিত ছিলেন মিজানুর রহমান সেলিম সহ-সভাপতি ময়মনসিংহ উত্তর জেলা যুবদল,মাসুদুল আলম মাসুদ সহ-সভাপতি ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল,২নং রামভদ্রপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান রুকুনুজ্জামান রুকন,উপজেলা বিএনপির হেলাল উদ্দিন হেলু,হেকিম মোড়ল,হাবিবুর রহমান,আমিনুল ইসলাম,মাহবুবুর রহমান মোস্তফা,মোশাররফ হোসেন কমিশনার,সাগর মিয়া,মান্নান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাবিবুর রহমান,ছাত্র দলের আহ্বায়ক ওমর ফারুক ও উপজেলা যুবদলের নেতা আরিফুল ইসলাম আরিফ সহ বিএনপির জেলা,উপজেলার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত সকল ব্যক্তিবর্গ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া কামনা করেন ।