ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএমএসএফ’র যুগপূর্তিতে পুরস্কার পাচ্ছেন কক্সবাজারের দুই সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ( বিএমএসএফ) যুগে পদার্পণ উৎসব অনুষ্ঠানে ‘রতন সরকার স্মৃতি পদক’ এর জন্য ৩০ জন সাহসী এবং পরিশ্রমি সাংবাদিককে মনোনয়ন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, যেখানে কক্সবাজার থেকে মনোনয়ন পেয়েছেন দুজন সাংবাদিক। এরা হলেন- দৈনিক কক্সবাজার বাণীর সম্পাদক ও প্রকাশক ফরিদুল মোস্তাফা খান এবং সিএনএন বাংলা’র টেকনাফ উপজেলা প্রতিনিধি ও টেকনাফে যায়যায়দিন প্রতিনিধি আরাফাত সানি।

মনোনীত সাংবাদিকদের তালিকা:
১. মেহেদী হাছান, আমাদের সময়, চাটখিল, ২. মো. ইমরানুল হক, কোষাধ্যক্ষ , বিএমএসএফ, বগুড়া, ৩. সীমা খন্দকার, সম্পাদক, দৈনিক প্রতিজ্ঞা, কুষ্টিয়া, ৪. ইউসুফ আলী, সাবেক সেক্রেটারি, বিএমএসএফ আশুলিয়া, ৫. আশরাফুল ইসলাম রোহিত, দৈনিক করতোয়া, বগুড়া, ৬. মো. নাসির উদ্দিন, সম্পাদক, বিএমএসএফ, তালতলী, বরগুনা, ৭. আমীর হোসেন, দৈনিক যুগান্তর, চরফ্যাশন, ভোলা, ৮. মো. আরিফুল ইসলাম খান শাহীন, সদস্য বিএমএসএফ, গাজীপুর, ৯. অমরেশ দত্ত জয়, দৈনিক কালবেলা, চাঁদপুর, ১০. ফয়সাল আজম অপু, এশিয়ান টিভি, চাঁপাইনবাবগঞ্জ, ১১.মো. আবুল কালাম আজাদ, বাংলা৭১, পাংশা, রাজবাড়ী, ১২. মো: ফরিদুল মোস্তফা, সম্পাদক,দৈনিক কক্সবাজার বাণী, ১৩. মোবারক হোসেন চৌধুরী নাসির, সভাপতি, বিএমএসএফ, কসবা,বিবাড়িয়া, ১৪. মো: আবুল খায়ের খাঁন, বিজয় টিভি,মাদারীপুর, ১৫. জহিরুল ইসলাম রাসেল, ফ্রিল্যান্স সাংবাদিক, ঢাকা, ১৬. মো: মোফাজ্জেল হোসেন, বিজয় টিভি,নওগাঁ, ১৭. খোকন আহম্মেদ হীরা, দৈনিক জনকণ্ঠ, বরিশাল, ১৮. মো: রেজাউল করিম রাজু, সম্পাদক, সেনবাগ,নোয়াখালী, ১৯. আরিফুল ইসলাম রিগ্যান, বাংলা ট্টিবিউন, কুড়িগ্রাম, ২০. আসাদুজ্জামান সাজু,দৈনিক মানবকন্ঠ,লালমনিরহাট, ২১. কবির হোসেন, দৈনিক খোলাকাগজ,রাজবাড়ি, ২২. মো: জিয়াউল হক আকন,দৈনিক জনকণ্ঠ, বাকেরগঞ্জ, ২৩. আব্দুল বাতেন বাচ্চু, সম্পাদক,বিএমএসএফ,শ্রীপুর, ২৪. তানভীর হাসান তানু, দৈনিক ইত্তেফাক, ঠাকুরগাঁও, ২৫. মোস্তাক আহমেদ খান, সদস্য, ট্রাস্টি বোর্ড, বিএমএসএফ, ২৬. সানজিদা আক্তার, ডিএসটিভি,ঢাকা, ২৭. শেলু আকন্দ, নির্যাতনের শিকার সাংবাদিক, জামালপুর, ২৮. মফিজুর রহমান নাহিদ, দৈনিক স্বাধীন বাংলা, ২৯. আনিছুর রহমান কবির, বিভাগীয় প্রধান :গ্লোবাল টেলিভিশন সভাপতি: শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ,খুলনা মহানগর, ৩০. আরাফাত সানি, টেকনাফ প্রতিনিধি, যায়যায়দিন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪