ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৭১শতাংশ: জিপিএ ৫ পেয়েছে ৮জন

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডের দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে এবার এসএসসি পরীক্ষায় পাশ করেছে ৩৮১জন ছাত্রছাত্রী। শুক্রবার (২৮ জুলাই) চট্রগ্রাম বোর্ড থেকে প্রকাশিত ফলাফলে দেখা যায়, সর্বমোট ৭১ শতাংশ পাশ করেছে।

এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৮জন ছাত্রছাত্রী জিপিএ ফাইভ পেয়েছেন।
ফলাফল প্রসঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইসমাইল বলেন, গতবারের চেয়ে এবার এসএসসি পরীক্ষায় কিছুটা ভালো করেছে। অত্র বিদ্যালয় বন্দর জোন এলাকায় বেসরকারি পর্যায়ে প্রতি বছরের ন্যায় এবারও এসএসসি ফলাফলে এগিয়ে রয়েছে।

 

পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন, অভিভাবক সদস্য মোঃ নুরুল বশরসহ অন্যান্যরা প্রকাশিত ফলাফলে সন্তুষ্ট হলেও আগামীতে আরও ভালো ফল অর্জনে শিক্ষক -শিক্ষীকা, শিক্ষার্থী এবং অভিভাবকদের সহযোগিতা কামনা করেছেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪