ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফ সমুদ্র তীরে মানব কঙ্কাল

শাহ মুহাম্মদ রুবেল:

টেকনাফ সমুদ্র সৈকতে পাওয়া গেছে একটি মানব কঙ্কাল। বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ঘোলাপাড়া সমুদ্র তীরবর্তী ঝাউ বাগানে আটকে থাকা অবস্থায় অজ্ঞাত কঙ্কালটি পাওয়া যায়। পরে দুপুর ১২টার দিকে পুলিশ মানবকঙ্কালটি উদ্ধার করে বলে জানান টেকনাফ মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো: আব্দুর রাজ্জাক।

 

তিনি বলেন- ‘ঘোলাপাড়া সমুদ্র সৈকতের ঝাউ গাছের সাথে একটি কঙ্কাল দেখতে পায় স্থানীয় লোকজন। পরে টেকনাফ থানায় খবর দিলে এসআই মোহাম্মদ কামালের নেতৃত্বে একদল পুলিশ কঙ্কালটি উদ্ধার করেন’।

 

কঙ্কালটি কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সিআইডির ফরেনসিক বিভাগ ডিএনএ নমুনা সংগ্রহ করেছে। ডিএনএ টেষ্টে কঙ্কালটির পরিচয় নিশ্চিত হওয়া যাবে’।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪