ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

আমিনুল ইসলাম, টাঙ্গাইল

নিহত মতি মিয়া উপজেলার ধুবলিয়ার দক্ষিণপাড়ার মৃত মধু শেখের পুত্র।

বৃহস্পতিবার (১৭ আগষ্ট) দুপুরে উপজেলার ঝনঝনিয়া রেলক্রসিংয়ের পাশে এই দুর্ঘটনা ঘটেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনগামী লোকাল ট্রেনটি উপজেলার ঝনঝনিয়া রেলক্রসিংয়ে পৌঁছালে এসময় রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নিহত হন মতি মিয়া। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রেল পুলিশকে বিষয়টি অবহিত করেন ভূঞাপুর থানা পুলিশ।

 

ভূঞাপুর থানা এসআই ফরিদ আহমেদ বলেন, যেহেতু এটি রেল দুর্ঘটনা সেজন্য আমরা বিষয়টি রেল পুলিশকে জানিয়েছি। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪