নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ১নং মির্জাপুর ইউনিয়নের ধোবার হাট গ্রামে দুই ভাইয়ের পারিবারিক মীমাৎসাকৃত বিরোধীয় বিষয়ের জমাকৃত টাকা ফেরৎ দিতে সময়ক্ষেপন করার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান মিছলু চৌধুরীর বিরুদ্ধে। ২২ জুলাই মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোঃ ইউনুছ মিয়া ও তার পরিবারের লোকজন জানান- মোঃ ইউনুছ মিয়া ও তার ভাই লেপু মিয়ার মধ্যে দীর্ঘদিন বিরোধ ছিল। শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়সহ গণ্যমান্য লোকজনের উপস্থিতিতে ভুক্তভোগী মোঃ ইউনুছ মিয়াকে ১লক্ষ ৬০ হাজার টাকা পাওনা নির্ধারণ করে তাদের বিরোধীয় বিষয়টি মীমাৎসা করা হয়। ভাই লেপু মিয়া সিদ্ধান্ত মেনে নিয়ে চেয়ারম্যান মিছলু চৌধুরীর কাছে দাবীকৃত টাকার মধ্যে ৬০ হাজার টাকা জমা দেন। কিন্তু জমাকৃত ৬০ হাজার টাকা বিগত প্রায় ৭মাস যাবৎ ভুক্তভোগী ইউনুছ মিয়াকে ফেরৎ দিচ্ছেন না ইউপি চেয়ারম্যান। টাকা ফেরৎ চাইলে তিনি নানান টালবাহানা করছেন। ভুক্তভোগী আরো জানান, ভাই-ভাইয়ের পারিবারিক বিরোধীয় বিষয় মীমাংসা হলেও চেয়ারম্যানের ইশারায় তাকে বিভিন্ন লোকজনদের মাধ্যমে প্রাণে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
এব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান মিছলু চৌধুরী বলেন- বিষয়টি উপজেলা চেয়ারম্যান বলতে পারবেন। টাকা আমার কাছে জমা আছে। কিন্তু, তার কাছে একজন দোকানদারও টাকা পায়। ৬০ হাজার টাকা জমা, একলক্ষ টাকা জমা না হওয়া পর্যন্ত টাকা না দেওয়ার সিদ্ধান্ত রয়েছে। পরে মুঠোফোনে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে কল রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।