ই-পেপার | বুধবার , ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

লামায় রোহিঙ্গা শিশুর হাতে আরেক শিশু খুন

নিজস্ব প্রতিনিধি :

 

বান্দরবানের লামা উপজেলায় রোহিঙ্গা শিশু হেলালউদ্দিন (১৩) এর দায়ের কোপে সাদিয়া মনি (৬) নামের আরেক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বাঁশখাইল্লা ঝিরির মুসলিমপাড়ায় ঘটনাটি ঘটেছে। নিহত শিশু সাদিয়া মনি মুসলিমপাড়ার মো. ইদ্রিসের মেয়ে। ঘাতক শিশু হেলালউদ্দিন (১৩) একই পাড়ার নবী হোসেনের ছেলে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য আপ্রুছিং মার্মা জানান, তিন বছর আগে থেকে দুই রোহিঙ্গা পরিবার বাঁশখাইল্লা ঝিরির মুসলিম পাড়ায় বসবাস শুরু করেন। বৃহস্পতিবার সকালে দুই শিশু খেলার ছলে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে হেলাল দায়ের কোপ দিলে ঘটনাস্থলেই সাদিয়া মনির মৃত্যু হয়। পরে ঘাতক হেলালকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

 

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, ‘এক রোহিঙ্গা শিশুর দা’র কোপে আরেক শিশু নিহত হয়েছে। ঘাতক শিশুটিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪