ই-পেপার | মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রামুতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার মেশিন জব্দ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি ড্রেজার মেশিন জব্দ করেছে রামু উপজেলা ভুমি কমিশনার।

রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের শহীদ এটিএম জাফর অালম কলেজ এলাকায় ভ্রাম্যমান অাদালত অভিযান পরিচালনা করে।

বুধবার (১৬ আগষ্ট) দুপুরে এ অভিযান পরিচালনা কালে জব্দকৃত মেশিন বন বিভাগের জিম্মায় দেয়া হয়।

ভুমি কমিশনার নিরূপম মজুমদার জানান এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেয়া হয়েছে।অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটা দন্ডনীয় অপরাধ। এ অভিযান অব্যহত থাকবে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪