ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রামুতে উপজেলা নির্বাচন উপলক্ষে আনসার ভিডিপি সদস্যদের যাচাই বাছাই সম্পন্ন

নুর মোহাম্মদ, কক্সবাজার:

কক্সবাজারের রামু উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে নির্বাচন কমিশনের নিদের্শনায় ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য মূলসনদ পত্র, আইডি কার্ড ও প্রশিক্ষণের সনদধারী পুরুষ ও নারী, পিসি, এপিসি, আনসার ভিডিপি ও সদস্যদের যাচাই বাছাই সম্পন্ন হয়।

 

ভোট কেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগী হিসেবে আনসার-ভিডিপির সদস্যরা দায়িত্ব পালন করবেন।

 

শনিবার ৪ মে রামু উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের মাঠে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

 

রামু উপজেলা আনসার ভিডিপির সদস্য যাচাই বাছাই কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন রামু উপজেলা আনসার ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা আমান উল্লাহ, আনসার ভিডিপি কর্মকর্তা তাহারা বেগম, নাহিদুল ইসলাম ও প্রশিক্ষকসহ কর্মকর্তাবৃন্দ।

 

আগামী ২৯ মে রামু উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে মূলসনদ পত্র, আইডি কার্ড ও প্রশিক্ষণের সনদধারী পুরুষ ও নারী, আনসার -ভিডিপি সদস্যদের যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে বলে নিশ্চিত করেন রামু উপজেলা আনসার ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা আমান উল্লাহ।