ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চকরিয়া ও সাতকানিয়ার বন্যাদুর্গতদের ত্রাণ দিলো আইএসডিই বাংলাদেশ

চট্টগ্রাম অফিস:

সম্প্রতি ঘটে যাওয়া টানা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রাম জেলায় বসতবাড়ী, কৃষি, মৎস, গবাদিপশু, সড়ক যোগাযোগ, অবকাঠামো ও বেড়ীবাঁধের ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি ঘটে।

 

কক্সবাজারের চকরিয়া ও চট্টগ্রাম জেলার সাতকানিয়া এর মধ্যে অন্যতম বন্যাপ্রবণ এলাকা। বন্যার পানি কমে গেলেও দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। এই চরম সংকটময় পরিস্থিতিতে আর্তমানবতার সেবায় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ।

 

যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা মুসলিম চ্যারিটি ইউকে’র সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ’র উদ্যোগে চকরিয়া উপজেলার কোনাখালী ও বিএমচর ইউনিয়নে ২০০ পরিবার এবং চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নে ১৫০ বন্যাদুর্গত পরিবারর ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

ত্রাণ সামগ্রী হিসেবে পরিবার প্রতি প্রদান করা হয়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্য চাল, ডাল, আলু, সয়াবিন তেল, পেৃয়াজ, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও শুকনো খাবার।

 

১৫আগষ্ট সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চত্বরে জরুরি ত্রাণ বিতরণকালে মুসলিম চ্যরিটি ইউকে এর কান্ট্রি কোঅর্ডিনেটর ফজলুল করিম, আইএসডিই বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এমএম নাজের হোসাইন, বিএমচর ইউনিয়নের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম, কোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল হক সিকদার, কোনাখালী ইউপির সচিব সাইফুল ইসলাম, বিএমচর ইউপির সচিব এরফানুল হক, সমাজকর্মী সেলিম উদ্দিন, মাহবুবুল আলম, আলমগীর মেম্বার, আইএসডিই কর্মসুচি সমন্বয়কারি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ব্যবস্থাপক জালাল উদ্দীন, কর্মসুচি কর্মকর্তা সুধীর চন্দ্র দাস, আবদুল্লাহ মোহাম্মদ ফাহিম, শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

দ্রুত অন্যান্য পরিবারের মাঝে এ ধরণের সহায়তা বিতরণ করা হবে বলে জানিয়েছেন ক্যাব চট্টগ্রামের সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪