ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজা-দাফন যখন যেখানে

নাজমুন নাহার, ঢাকা

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর নামাজে জানাজা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মঙ্গলবার (১৫ আগস্ট) বাদ জোহর করতে চায় জামায়াতে ইসলামী।

 

সোমবার (১৪ আগস্ট) দিবাগত রাত একটায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এদিকে এখন পর্যন্ত পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী পিরোজপুর শহরে ‌‘আল্লামা সাঈদী ফাউন্ডেশন’ মাঠে নামাজে জানাজা শেষে ফাউন্ডেশনের মসজিদের দক্ষিণ পাশে সাঈদীর বড় ছেলে মরহুম মাওলানা রফিক সাঈদীর কবরের পাশেই দাফন করা হবে বলে জাতীয় বিভিন্ন গণমাধ্যমে তরফে জানা গেছে। তবে ব্যক্তিগত সফরে আমেরিকা থাকা সাঈদীর মেজ ছেলে শামীম সাঈদী দেশে আসলে সকালে জানাজার নামাজের সময় ও স্থান জানানো হবে বলেও জানা গেছে।

 

যদিও সাঈদীর মৃত্যুর খবর পেয়ে বৈঠক বসে খুলনা সদর উপজেলার বসুপাড়ার দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি। সেখানে দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ মাদ্রাসায় আনা ও নির্দিষ্ট স্থানে দাফন করার বিষয়ে আলোচনা হয়।

 

জীবদ্দশায় দেলোয়ার হোসেন সাঈদীর ওসিয়ত অনুযায়ী তার মরদেহ দাফনের জন্য এ মাদ্রাসায় জায়গা নির্দিষ্ট রয়েছে।

দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদের পেশ ইমাম আসাদুজ্জামান বিষয়টি গণমাধ্যমে জানান।

 

এর আগে সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেলাওয়ার হোসাইন সাঈদী।

 

বিএসএমএমইউ’র পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমান বলেন, ‘উনার দুই বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।’

 

এর আগে রবিবার (১৩ আগস্ট) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াতের সাবেক নায়েবে আমির সাঈদী। এদিন বিকাল ৫টার দিকে কারাগারের ভেতরে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে বিএসএমএমইউ-তে পাঠানো হয়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪