ই-পেপার | শনিবার , ১লা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলির বিকট শব্দে স্থানীয়দের মাঝে আতঙ্ক

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি :

বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ির ঘমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে কিছুদিন বিরতির পর সোমবার (১৩ নভেম্বর) আবারও গোলাগুলির বিকট আওয়াজে স্থানীয়দের মাঝে ফের আতঙ্ক সৃষ্টি হয়েছে। দুপুর ২টার দিকে মর্টার শেল নিক্ষেপ ও গোলাগুলির বিকট আওয়াজে কেঁপে ওঠে নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকা।

বিজিবি ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সীমান্তে জনসাধারণের চলাফেরা না করার জন্য সতর্ক করা হয়েছে এবং সীমান্ত এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।

ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ বলেন, আমি লোকজনের কাছ থেকে শুনেছি। আজ আমি উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত থাকার কারণে বিস্তারিত কিছু বলতে পারছিনা।