ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজনগরে আশুরার তাৎপর্য আলোচনা সভা ও দুআ মাহফিল সম্পন্ন

মৌলভীবাজার প্রতিনিধি:

বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়া মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৮নং মনসুনগর ইউনিয়ন শাখার আয়োজনে১২ আগষ্ট শনিবার সকাল ১০ টায় এমপির বাজারস্থ হাজী ছালামত স্মৃতি উচ্চ বিদ্যালয় হলরুমে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়।

 

মাওলানা মো: শাব্বীর আহমদের সভাপতিত্বে ও মো: শাহাব উদ্দিন ও মো: মোরশেদ আলম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য উপস্থাপন করেন মৌলভীবাজার জেলা আলইসলাহ’র সাধারণ সম্পাদক হাফিজ মাওঃ মোঃ এনামুল হক।

 

প্রধান বক্তার বক্তব্য উপস্থাপন করেন তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো: আলী রাব্বি রতন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেছেন জেলা আলইসলাহ’র সহসাধারণ সম্পাদক মাওঃ ইসহাক আহমদ, উপজেলা আলইসলাহ’র সাধারণ সম্পাদক হাজী সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক নিলুর রহমান, রাজনগর উপজেলা তালামীযের সভাপতি মো: আলী হোসাইন মিতুল।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন মো: জাকারিয়া হোসেন ইমন শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মৌলভীবাজার জেলা তালামীয, আবু সালেহ শিপু সাধারণ সম্পাদক রাজনগর উপজেলা তালামীয, রাজনগর উপজেলা আলইসলাহ’র প্রচার সম্পাদক হাফিজ ফরহাদ আহমদ,হাফিজ সালমান আহমদ সাংগঠনিক সম্পাদক রাজনগর উপজেলা তালামীয, জনাব নাজমুল হোসেন চৌধুরী মওলুদ নাজিম- আশ্রাকাপন দারুল কিরাত শাখা,, ইউপি সদস্য জনাব রুহুল আমিন,মাহদি হাসান রিপন সহ প্রচার সম্পাদক রাজনগর উপজেলা তালামীয।

ইউনিয়ন তালামীয সহসভাপতি মুক্তাদির আহমদ,সেলিম আহমদ।সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আলইসলাহর সহসভাপতি হাফিজ নুরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম কাজল,সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, প্রচার সম্পাদক মোঃ আমির আলী,ইউনিয়ন তালামীযের সহসাধারণ সম্পাদক হাফিজ নুরুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুর রহমান, এমপি বাজার আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক হাফিজ সালেহ আহমদ আখন্দ রাফি,সেলিম আহমদ,আল আমিন।

সভার শুরুতে পবিত্র কুরআন মজিদ থেকে তেলাওয়াত করেন হাফিজ রাইদুল ইসলাম ও স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন তালামীয সভাপতি হাফিজ সৈয়দ মুজাহিদুল ইসলাম নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন রায়হান আহমদ।
আরোও উপস্থিত ছিলেন খাদিমুল ইসলাম, রাসেল আহমদ, মোঃ সাদিক, তামিম আহমদ,রিমন আহমদ
প্রমুখ।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪