ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে পটিয়া প্রেসক্লাবের মানববন্ধন

আবদুল হাকিম রানা, পটিয়া :

ঢাকায় গত ২৮ অক্টোবর পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পটিয়া প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) বিকেলে প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত কর্মসূচিতে আহত ও নিহত সাংবাদিকদের ক্ষতিপূরণ, সুচিকিৎসার ব্যবস্থা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা দাবি জানানো হয়। এছাড়া ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্তও দাবি করা হয়।

 

সমাবেশে সভাপতিত্ব করেন পটিয়া প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম। বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি আবদুর রাজ্জাক, সহসভাপতি এটিএম তোহা, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, যুগ্ম সম্পাদক সেলিম চৌধুরী, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, প্রচার সম্পাদক শফিউল আজম, দপ্তর সম্পাদক রবিউল আলম ছোটন, কার্যনির্বাহী সদস্য এসএমএকে জাহাঙ্গীর, এসএম রহমান, কামরুল ইসলাম, সুজিত দত্ত, গোলাম কাদের, ওবায়দুল হক পিবলু, এসএম জুয়েল, মোর্শেদুল আলম, চন্দনাইশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মানবাধিকার কাউন্সিল পটিয়ার সভাপতি মোজাম্মেল হোসেন রাজধন প্রমুখ।

সিএনএনবাংলা২৪