ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে শেখ রাসেল একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

হোসেন বাবলা, চট্টগ্রাম

চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শেখ রাসেল এনএইচটি হোল্ডিং একাডেমী কাপ (অনুর্ধ্ব-১৩) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে শনিবার বিকেলে।

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোমান আল মাহমুদ এমপি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসেম ও স্পন্সর প্রতিষ্ঠান এনএইচটি হোল্ডিংস লি. এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীর।

 

সিডিএফএ সভাপতি এস.এম. শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সিজেকেএস ও সিডিএফএ নির্বাহী সদস্য মো: ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিডিএফএ সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, সিজেকেএস নির্বাহী সদস্য আ.ন.ম. ওয়াহিদ দুলাল, গোলাম মহিউদ্দিন হাসান, হাসান মুরাদ বিপ্লব, মো. দিদারুল আলম, নাসির মিঞা, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, সাবেক নির্বাহী সদস্য ইঞ্জি. জসিম উদ্দীন, সিডিএফএ সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত, নির্বাহী সদস্য কাজী মো:জসিম উদ্দীন, আবদুল হান্নান মিরণ, আবু সরওয়ার চৌধুরী, মো. ইসহাক, সিজেকেএস ফুটবল কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক আকতারুজ্জামান, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, লুৎফুল করিম সোহেল, সাইফুল্লাহ চৌধুরী, রায়হান উদ্দিন রুবেল, আব্দুর রশিদ লোকমান, জাহেদ হোসেন, মো. জাফর ইকবাল, আলী হাসান রাজু, সাইফুল আলম খান, শওকত হোসাইন, সাইফুল আলম বাপ্পী, সৈয়দ নূর নবী লিটন, লোকমান হাকিম মো. ইব্রাহিম, ডা. মাসফিক আহমেদ, সিডিএফএ যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ, সিডিএফএ কাউন্সিলর আশরাফুজ্জামান, আয়াজ মোহাম্মদ রকি, আলী আকবর, হেলাল উদ্দিন চৌধুরী টিপু, চট্টগ্রাম রাইফেলস ক্লাব প্রতিনিধি মো. এহসানুল হক চৌধুরী ইমাদ প্রমুখ।

উদ্বোধনী খেলায় মাদারবাড়ি শোভনীয়া ফুটবল একাডেমি ২-১ গোলে কুয়াইশ স্পায়ারকে পরাজিত করে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪