ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ টি এস্টেট স্টাফ এ্যাসোসিয়েশনের মানববন্ধন অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক), সিলেট:

মৌলভীবাজারে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এ্যাসোসিয়েশন কর্মচারীদের বেতন, বোনাস, ভাতা ও চাকুরিচ্যুতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে জেলার ৪টি চা বাগানে কর্মরত ৯৪জন কর্মচারীর বেতন বোনাস, ভাতা, অবসরজনিত আর্থিক ন্যায্য পাওনা না দেওয়া এবং অন্যায় ও অনিয়মতান্তিকভাবে চাকুরিচ্যুত করার প্রতিবাদে এই মানববন্ধন পালন করা হয়।

 

ঘন্টাব্যাপি মানববন্ধনে বিটিইএসএ’র কেন্দ্রীয় সভাপতি মোঃ জাকারিয়া আহমদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহসভাপতি শেখ কাওছার মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান।

 

পরে বিটিইএসএ এর নেতারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪