ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কর্ণফুলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ওসমান হোসাইন, কর্ণফুলী:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী অবৈধ দখলদারের আতঙ্ক। যেখানে অবৈধ স্থাপনা সেখানেই চালান উচ্ছেদ অভিযান।

১১জুলাই (ঙ্গলবার) বিকালে চট্টগ্রামের ঐতিহ্য কর্ণফুলী নদীর দক্ষিণপাড়ের বাংলাবাজার ঘাট এলাকায় নদী ভরাট করে গড়ে তোলা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এসময় সহকারী কমিশনার বলেন- দীর্ঘদিন পর্যন্ত কর্ণফুলী নদী ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা পাই।

অভিযানে কর্ণফুলী নদীর তীর দখল করে সাতকানিয়ার আইএমএস গ্রুপ নামক একটি প্রতিষ্ঠানের ২৫ শতক জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ ব্যপারে কর্ণফুলী সহকারি কমিশনার (ভূমি) পিষূষ কুমার চৌধুরী বলেন- নদী দখল করে কেউ যাতে স্থাপনা নির্মাণ করতে না পারে সেজন্য আদালতের নির্দেশনা রয়েছে।

তিনি বলেন- কর্ণফুলী নদীকে দূষণমুক্ত রাখাতে আমরা বদ্ধপরিকর। কোন অবস্থায় নদীর স্রোত বাধাগ্রস্ত হতে দেওয়া যাবেনা।

কর্ণফুলী নদীকে বাঁচাতে ভবিষ্যতেও অভিযানের অংশ হিসেবে এই ধরণের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

 

জানা যায়, পিযুষ কুমার চৌধুরী বিগত ২৫ মে ২০২২ সালে কর্ণফুলীতে সহকারি কমিশনারের দায়িত্ব নেওয়ার পর এই পর্যন্ত প্রায় ১০একর সরকারি খাস জমি থেকে অবৈধ স্থাপনা উদ্ধার করে চমক সৃষ্টি করেছেন।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪