ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ১০ জুয়াড়ি গ্রেপ্তার, নগদ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার

ইকরা তৌহিদ মিম

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও সরাঞ্জমসহ ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ আগস্ট) সকালে তাদের আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. সেলিম (৩৫), মো. মাহফুজ (৩১), মো. ইউসুফ (২৮), মো. নাসির উদ্দিন (৩৫), মো. ফরহাদ (২৭), মো. জসিম উদ্দিন (৩৫), মো. আজিজ (২৭), মো. বাবু (৩০), মো. কবির (২৮) ও সৌরভ (২৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা। তিনি বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোসাইলডাঙ্গা এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

এইচ এম কাদের,সিএনএ বাংলা২৪