ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে আরাফাত রহমান কোকোর জম্মদিন পালিত

চট্রগ্রাম অফিস:

চট্টগ্রাম নগরীর নাছিমন ভবনে বিএনপির কার্যালয়ে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আরাফাত রহমার কোকোর ৫৪তম জন্মদিন পালন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক আলহাজ্ব শেখ আলাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য সচিব শহীদু ইসলাম চৌধুরী।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন।
বিশেষ অতিথি ছিলেন জিসাফ কেন্দ্রিয় কমিটির সহ-সাংগঠনিক সম্পদক জাহিদুল ইসলাম চৌধুরী।

 

সভায় প্রধান অতিথি ইযাছিন চৌধুরী লিটন বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন ক্রিকেটপ্রেমি, তিনি ক্রেকেটের উন্নয়নের ব্যাপক অবদান রেখেছেন। তিনি ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য ক্রিকেট একাডেমিসহ বয়সভিত্তিক খেলাধুলা ও খেলাওয়াড় তৈরিতে অবদান রাখেন।

 

সভায় বক্তব্য রাখেন,
মোঃ নাছিম, মোঃ এনামুল হক অভি, মোঃ নুর হোসেন, আবদু রহিম, গোলাম সারওয়ার, ইন্জিঃ জসিম উদ্দিন, মোঃ তারেক, মোঃ মিলটন, এইচ আকবর, রফিকুল আলম, রবিউল আলম, মনির হোসেনপ্রমুখ।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪