ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভ্রাম্যমাণ আদালত দেখে পালালো পাহাড়খেকো, স্ক্যাভেটর জব্দ

শিব্বির আহমদ রানা:

চট্টগ্রামের বাঁশখালীতে গোপন সংবাদে খবর পেয়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযান পরিচালনাকালে অবৈধভাবে পাহাড় কাটায় ব্যবহৃত একটি স্ক্যাভেটর জব্দ করা হলেও ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়েছে পাহাড়খেকো।

 

বুধবার (১৪ জুন) সকালে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের শামসিয়াঘোনা নামক স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

এ সময় অবৈধভাবে পাহাড় কাটায় নিযুক্ত একটি স্ক্যাভেটর জব্দ করা হয়। মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে পাহাড় কাটার সাথে সংশ্লিষ্টরা পালিয়ে যায় বলে জানান সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান। তিনি আরো জানান, জব্দকৃত স্ক্যাভেটর ১১ নম্বর পুইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ তারেকুর রহমানের জিম্মায় দেওয়া হয়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪