ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

দীঘিনালায় বন্যার্তদের ত্রাণসামগ্রি পৌঁছে দিলেন পুলিশ সুপার মুক্তা ধর

আলমগীর হোসেন, খাগড়াছড়ি

খাগড়াছড়ি জেলা পুলিশের উদ্যােগে জেলার দীঘিনালায় অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত পানিবন্দি বন্যার্তদের ত্রাণ খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন খাগড়াছড়ি জেলার নবাগত পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)

বৃহস্পতিবার (১০ আগস্ট ২০২৩ইং) বিকালের দিকে দীঘিনালায় উপজেলার মেরুং ইউনিয়নের ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রিত বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী, বিতরণ কার্যক্রম অনুষ্টানে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী,এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী তুলেদেন।

খাগড়াছড়ি জেলার নবাগত পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।প্রধান অতিথি,র বক্তব্যে খাগড়াছড়ি জেলার নবাগত পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন,পুলিশ দেশের সকল দুর্যোগ দুর্বিপাকে সবার আগে জনগণের পাশে থাকে জেলা পুলিশ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সব সময় থাকবে।

জানিয়ে তিনি জানান জনগনের জানমালের নিরাপত্তা জন্য পুলিশ আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে।

অতিবৃষ্টির ফলে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বিভিন্ন এলাকার মানুষ এখনও পানিবন্দি। অনেক পরিবারের লোকজন অসহায়ত্ব দিনাতিপাত করছেন। তাদের অসহায়ত্বের কথা বিবেচনা করে দীঘিনালা বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী,র মধ্যে রয়েছে চাল, ডাল, তৈল, পেঁয়াজ, আলু, মুড়ি, চিড়া, গুড়, ওরস্যালাইন ও লবণ।এসময় খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তফিকুল আলম, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী, খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ের (ডিআইও -১) মো. আনোয়ারুল ইসলাম, মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪