ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিটিভির মিউজিক ডিরেক্টর নিযুক্ত হলেন বিপ্রদাস ভট্টাচার্য

সালেহ আহমদ স’লিপক :

বিশিষ্ট সঙ্গীতজ্ঞ উচ্চাঙ্গ সঙ্গীতগুরু বিপ্রদাস ভট্টাচার্য বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্রের মিউজিক ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন।

স্বাধীনতার পর এই প্রথম সিলেটের একজন গুণীশিল্পী বিটিভি’র সঙ্গীত পরিচালক হিসেবে মনোনিত হলেন। একইসাথে বিটিভির সুরকার হিসেবেও তিনি তালিকাভূক্ত হয়েছেন।

বিপ্রদাস ভট্টাচার্য উচ্চাঙ্গ সঙ্গীত বিষয়ে কলকাতা থেকে এম মিউজ ডিগ্রি লাভ করেন। তিনি এ পর্যন্ত শতাধিক গানের সুরারোপ করেছেন। দেশের গান, মুক্তিযুদ্ধ বিষয়ক জাগরণের গান, ভাষার গান, বঙ্গবন্ধুর গান, আধুনিক গান, ভজন সঙ্গীত ইত্যাদি বিষয়ে বহু গানের সুরকার হিসেবে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন।

বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের এ গ্রেডের স্পেশাল উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী হিসেবে বিপ্রদাস ভট্টাচার্য যুক্ত রয়েছেন। এছাড়াও তিনি ললিতকলা একাডেমির অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।

ইতোপূর্বে তিনি বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্রের উচ্চাঙ্গ সঙ্গীত, দেশের গান, ছড়া গান বিষয়ে বিচারকের দায়িত্ব পালন করেছেন। তার সঙ্গীত বিষয়ক প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৬টি। কয়েকটি গ্রন্থ বাংলাদেশ ও ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স বই হিসেবে স্থান পেয়েছে।

তিনি ২০২১ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পদকে ভূষিত হয়েছেন। এছাড়াও তিনি বহু সংগঠন থেকে সম্মাননা স্মারক লাভ করেছেন।