ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাসা ভাড়া নেওয়ার কথা বলে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা

সিএনএন বাংলা ডেস্ক:

বাসা ভাড়ার নেওয়ার কথা বলে নোয়াখালী জেলা শহর মাইজদীর বার্লিংটন মোড় এলাকার একটি বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ঘটনাস্থলে মা এবং হাসপাতালে নেওয়ার পথে মেয়ে মারা যায়। নিহত নুর নাহার (৪৫) ও ফাতেমা আজিম প্রিয়ন্তি (১৬) ওই বাড়ির মালিক ফজলে আজিম কচির স্ত্রী ও মেয়ে।

 

বুধবার (১৪ জুন) সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় আলতাফ হোসেন (৩২) নামের এক যুবককে আটক করে স্থানীয় দোকানিরা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। ঘটনার সময় বাসার মালিক ফজলে আজিম কচি ও তার একমাত্র ছেলে বাসার বাইরে ছিলেন। প্রিয়ন্তি শহরের হরিনারায়ণপুর হাইস্কুল থেকে এবারে এসএসসি পরীক্ষা দিয়েছেন।

নিহত নুর নাহারের স্বামী ফজলে আজিম কচি শহরের একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন। সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যান। পরে সাড়ে দশটার দিকে তিনি জানতে পারেন তার বাসায় ডাকাত ঢুকেছে। দ্রুত তিনি বাসায় এসে স্ত্রীর লাশ ও রক্তাক্ত অবস্থায় মেয়েকে পড়ে থাকতে দেখেন। পরে হাসপাতালে নেওয়ার পথে মেয়ে প্রিয়ন্তিও মারা যায়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪