ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রের সহায়তা প্যাকেজে আরও বেশি ইউক্রেনীয় মারা যাবে: ক্রেমলিন

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনকে যুক্তরাষ্ট্র ৬১ বিলিয়ন ডলারের যে সহায়তা দিয়েছে, তা যুদ্ধক্ষেত্রে খুব বেশি পার্থক্য গড়বে না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমনটি বলেছেন।

 

খবর আরটির।
মার্কিন প্রতিনিধি পরিষদ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তার বিল পাস করেছে, যার প্রায় দুই তৃতীয়াংশ ইউক্রেনকে দেওয়া হবে। এতে ক্রেমলিন সামান্য শঙ্কিত বলেও মনে হচ্ছে না।

 

সোমবার পেসকভ সাংবাদিকদের বলেন, মৌলিকভাবে এটি যুদ্ধক্ষেত্রে পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটাবে না।

যুদ্ধক্ষেত্রে রাশিয়ার ধীর অগ্রসরের কথা তুলে ধরে পেসকভ বলেন, এ সংঘাতের গতিবিধি সবার কাছে পরিষ্কার। ইউক্রেনকে যুক্তরাষ্ট্র যে অস্ত্র ও টাকা দেবে, তা এই গতিবিধির পরিবর্তন ঘটাতে পারবে না।

 

ক্রেমলিন মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তা ইউক্রেনীয়দের হতাহতের সংখ্যাই বাড়াবে, আরও বেশি ইউক্রেনীয় মারা যাবে, ইউক্রেন আরও ক্ষতির মুখোমুখি হবে।

পেসকভ বলেন, নীতিগতভাবে, কিছুই পরিবর্তিত হয়নি। মার্কিন আইন প্রণেতারা যেভাবে ভোট দিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তা সম্পূর্ণভাবে আশা করেছিলেন।