ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে মহা সাংগ্রাই পোয়ে উৎসবে নতুন পোশাকে মেতেছে রাখাইন তরুণ,তরুণীরা

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি,

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ণিল আয়োজনে রাখাইনদের মহা সাংগ্রাই পোয়ে উৎসব জল কেলি অনুষ্ঠানে জল ছিটিয়ে পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও মারমা সম্প্রদায়।

নিজেদের ঐতিহ্যবাহী পোষাক পড়ে নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমেদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ জল কেলি উৎসবে যোগ দেন পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃ গোষ্ঠী শত শত মানুষ। এতে কানায় কানায় পূর্ণ হয় বিদ্যালয়ের মাঠ।

শনিবার(২০ এপ্রিল) দুপুরে ফিতা কেটে ও সাংগ্রাইয়ের পোয়ে উৎসব জল ছিটিয়ে উদ্বোধন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ । এরপর মারমা তরুণ-তরুণীরা জল ছিটানো উৎসবে মেতে উঠেন।

বেজে উঠে সাংগ্রাইয়েরে জনপ্রিয় গান ‘সাংগ্রাঁইং মা ঞি ঞি ঞা ঞা রি, কাজাই গাই পামে গানটির সুরে নাচে গানে মেতে উঠেন মারমা তরুণ-তরুণীরা।

 

সাংগ্রাই পোয়ে জল উৎসবে প্রধান অতিথি অধ্যাপক শফিউল্লাহ বলেন,‘মারমাদের এ উৎসব দেশের সংস্কৃতিকে উজ্জল করেছে। এর মধ্যে দিয়ে বাংলাদেশের বৈচিত্রপূর্ণ সংস্কৃতির খুঁজে পাওয়া যায়। এ উৎসব এখন সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে। এ দিনটির জন্য পাহাড়ের সব সম্প্রদায়ের মানুষ অপেক্ষায় থাকে।’

 

এ সাংগ্রাই পোয়ে জল উৎসবে উদ্ধোধক হিসাবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মান্নান, অনুষ্টানের প্রধান আলোচক বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যানোওয়ান চাক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মারমা,নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও অনুষ্টানের পরিচালক চুচুমং মার্মা,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হোসাইনসহ ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নেতৃবৃন্দ।