ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম নগরীতে মেট্রো প্রভাতী পরিবহনে যাত্রীরা জিম্মি

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম:

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন রুটে চলাচলরত মেট্রো প্রভাতী সার্ভিসের বিরুদ্ধে নিয়মনীতির বাইরে যাত্রী পরিবহনের অভিযোগ উঠেছে। সিটের অতিরিক্ত যাত্রী পরিবহন না করা, পথে পথে যাত্রী না তোলা ইত্যাদি নিয়ম থাকলেও বাসগুলোর চালক-হেলপার ও সংশ্লিষ্টরা এসবের তোয়াক্কা করছেনা।

যাত্রীরা জানায়, চট্টগ্রাম মহানগরের অভ্যন্তরীণ রুটে ‘গেটলক’ সার্ভিস দেয়ার প্রতিশ্রুতি দিয়ে যাত্রী পরিবহন করছে ‘মেট্রো প্রভাতী’ বাস সার্ভিস। অন্য বাসগুলোর চেয়ে দ্বিগুণ ভাড়া নিয়েও মেট্রো প্রভাতী যত্রতত্র যাত্রী ওঠানামা করা, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন, চালক-হেলপারদের অসাধাচরণ নিত্যকার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

 

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন রুটে যাতায়াতকারী শেখ মুহাম্মদ আলাউদ্দিন বলেন, বৃহস্পতিবার সকাল দশটায় নগরীর বহদ্দারহাট থেকে আগ্রাবাদ পর্যন্ত ২৮ টাকা ভাড়া দিয়ে টিকেট কেটেও শান্তিতে গন্তব্যে পৌঁছাতে পারেননি। কারণ হিসেবে তিনি জানান, বাসের সহকারী জসিম একটু পরপর গাড়ি থামিয়ে একের পর এক যাত্রী তুলেছেন।

 

এবিষয়ে ‘মেট্রো প্রভাতী’র অভিযোগ কেন্দ্রে মুঠোফোনে কথা বলা হলে প্রতিত্তোরে বলা হয় ‘যাত্রীরা ইচ্ছে করে উঠে কেনো’?

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪