ওসমান হোসাইন, কর্ণফুলী
কর্ণফুলী উপজেলা আ’লীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে কর্ণফুলী চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এই শোক সভার সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে কর্ণফুলী উপজেলা আ’লীগ।
উপজেলা আ’লীগ ইতিমধ্যে স্মরণকালের শোকসভা করার জন্য ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় প্রস্তুতি সভা করেছে। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও চরলক্ষ্যা ইউপি চেয়ারম্যান সোলায়মান তালুকদার বলেন, শুক্রবার (২৫ আগষ্ট) উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আ’লীগ ও অঙ্গ সংগঠন মিলিয়ে জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই বৃহত্তর শোক সভা অনুষ্ঠিত হচ্ছে। এতে কমপক্ষে ২০ হাজার লোকের সমাগম হবে।
বৃহস্পতিবার (২৪ আগষ্ট) বিকালে উক্ত শোক সভার স্থান উপজেলা আ’লীগের সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদারকে সঙ্গে নিয়ে পরিদর্শন করেন ভূমি মন্ত্রীর একান্ত সচিব রেদওয়ানুল করিম চৌধুরী সায়েম। আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সদস্য মুক্তিযোদ্ধা ছিদ্দিক আহমদ বিকম, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, উপজেলা আ’লীগের সহসভাপতি কবি জসিম উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক আব্দুল হালিম, চরলক্ষ্যা আ’লীগের সভাপতি, রফিক আহমেদ,
সাধারন সম্পাদক, হারুন সওদাগর,চরপাথরঘাটা ইউনিয়ন সাধারণ সম্পাদক রাজা কামাল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহেদুর রহমান শাহেদ।
শোক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আনোয়ারা-কর্ণফুলী থেকে নির্বাচিত সংসদ সদস্য, ভুমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। প্রধান বক্তা চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। সভাপতিত্বে করবেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, সঞ্চালনায় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও চরলক্ষ্যা ইউপি চেয়ারম্যান সোলায়মান তালুকদার।