ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম নগরীর নিচু এলাকা প্লাবিত

হোসেন বাবলা, চট্টগ্রাম

গত২-৩দিন ধরে প্রবল বৃষ্টি ও জোয়ারের পানিতে হাঁটু থেকে কোমর সমান পানি উঠেছে চট্টগ্রাম নগরীর ইপিজেডের দক্ষিণ হালিশহর ৩৯ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে।

নিউ মুরিং, নয়ারহাট, নেভীহল রোড, আলী শাহ পাড়া (পূর্ব পাশ), বন্দরটিলা থেকে সিমেন্ট ক্রসিং এলাকা, নারিকেলতলা হিন্দু পাড়াসহ আকমল আলী রোড এলাকার নীচু স্থানে্ জলাবদ্ধতায় তীব্র জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

 

এছাড়া হাসপাতাল গেট, মাদরাজী শাহ পাড়ার লোকজন ২-৩ দিন যাবত প্রবল বৃষ্টি ও জোয়ারের পানিতে চলাচলপথ প্রায় হাঁটু থেকে কোমর সমান পানি উঠেছে বলে ভুক্তভোগীরা জানান।

 

তারা আরও জানান, পাশে নির্মিত ড্রেন-নালা ও খালের উপর অবৈধভাবে টং দোকান, ভাসমান ঘর , ময়লা-আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা না হওয়াতে পানি চলাচলে প্রতিবন্ধিকতা সৃষ্টি হচ্ছে।

 

ভুক্তভোগীদের অভিযোগ, বর্ষার অবিরাম বৃষ্টি হলে বাসাবাড়িতে বসবাস করতে চরম বিড়ম্বনা পোহাতে হবে।

তাই জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও সচেতন জণগনকে অবশ্যই সমন্বয় করে রাস্তাঘাটের উন্নয়ন কাজ করতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী জণগন।

 

এইচ এম কাদের, সিএনএন বাংলা ২৪