নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৭ নং ওয়ার্ডের মধ্যম চন্দনাইশ খলিফার দীঘির পাড় এলাকায় সরকারি রাস্তার কালভার্ট ভরাট করে দিয়েছে একটি প্রভাবশালী মহল।
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জঘন্যতম এই কাজ করলেও ভয়ে কেউ মুখ খুলেনি। ফলে কয়েকদিনের ভারী বর্ষণে কালভার্ট বন্ধের কারণে পানি নেমে যেতে না পারায় পার্শ্ববর্তী ৯ নং ওয়ার্ডের কমর আলী সিকদার বাড়িসহ ৫-৬ টি পাড়ার গ্রামীন রাস্তা ও বাড়ির আঙ্গিনা পানির নীচে তলিয়ে গেছে।
গৃহবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার। এ ঘটনায় স্হানীয় কাউন্সিলর মোজাম্মেল চৌধুরী দীর্ঘদিনের পানি চলাচলের সরকারি কালভার্ট জনসাধরণের সুবিধার জন্য খুলে দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ৪জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।