ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নগরে দেয়াল ধসে নারীর মৃত্যু

চট্টগ্রাম অফিস:

চট্টগ্রাম: নগরের বাকলিয়ায় রাস্তার পাশে সীমানা দেয়াল ধসে রূপা আকতার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

 

শনিবার (৩০ মার্চ) সকালে পূর্ব বাকলিয়া এলাকার চেয়ারমান ঘাটা খলিলুর রহমান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রূপা বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকার আশিকুর রহমানের বাড়ির বসির আহম্মদের মেয়ে।

 

বাকলিয়া থানার পুলিশ জানায়, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার রাতে তড়িঘড়ি করে দেয়াল তৈরী করে জালাল উদ্দিন ও নাফিস ইমতিয়াজ উদ্দিন নামের দুই ব্যক্তি।

 

কোনো গ্রেট ভীম ও ফিলার ব্যবহার না করায় শনিবার সকাল সাতটার দিকে দেয়ালটি ধসে পড়ে। এতে স্থানীয় বাসিন্দা রূপা মারা যায়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক সিএনএন বাংলা২৪কে বলেন, সকালে দেয়াল ধসে মৃত্যু হওয়া এক নারীকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে মরদেহ তদন্তের জন্য চমেক ফরেনসিক মর্গে পাঠানো হয়।