ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

১ কোটি ২০ লাখ টাকার আফিমসহ মাদক কারবারি গ্রেপ্তার

নুর মোহাম্মদ, কক্সবাজার :

আফিমসহ সিংমং নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। শুক্রবার (৩ নভেম্বর) বান্দরবান জেলা পরিষদ এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি ২০০ গ্রাম আফিম উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা।

 

 

র‌্যাব-১৫ সূত্রে জানা গেছে, বান্দরবান জেলা পরিষদ গেইট’র যাত্রী ছাউনীর সামনে একজন মাদক ব্যবসায়ী আফিম বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল।পরবর্তীতে র‌্যাবের অভিযান পরিচালনাকালে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে র‌্যাবের আভিযানিক দল তাকে গ্রেফতার করে। তার সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ১ কেজি ২০০ গ্রাম আফিম উদ্ধার করা হয়।

 

 

ওই মাদক কারবারি বান্দরবান পৌর এলাকার মধ্যমপাড়া এলাকায় ৪নং ওয়ার্ডের উবাচিং ও চিংসা’র পুত্র সিংমং (২৫)। গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সিএনএন বাংলা২৪